Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংকৃতি

ভাসা ও সংকৃত

ভাষা ও সংস্কৃতি একটি জন্মগত ও আঞ্চলিকতার প্রমান বহন কারে।  সেক্ষেত্রে ৪নং সাউথখালী ইউনিয়নের অধিকাংশ মানুষের আগমন বরিশাল জেলার বিভিন্ন আঞ্চল থেকে আগমন করে অত্র এলাকার মানুষের আচার আচারন বরিশালেরই আদলে চলে আসছে ।আর্থ-সামাজিক-রাজনৈতিক-ভৌগোলিক বহুবিধ অনুষঙ্গের কারণে অঞ্চল বেদে সংস্কৃতি ভিন্নভিন্ন মাত্রারুপ পরি গ্রহকরে। তাইএকটি দেশের সামগ্রিক লোকসংস্কৃতি এবং একটি বিশেষ অঞ্চলের লোক সংস্কৃতিতে ও অনেক পার্থ ক্যলক্ষ্য করা যায়।বহুভাঙ্গা-গড়া, চড়াই-উৎরাই পেরিয়ে আজকের সাউথখালী  ইউনিয়ন যা এক সময় সম্ভাব নাময় সমৃদ্ধ জনপদ ছিল। এ অঞ্চলের ভাষা ও সংস্কৃতির প্রতি একটু ঘনিষ্ট হলে সহজেই অনুমান করা যায় যে, এ অঞ্চলের প্রতিটি ক্ষেত্রেই ভাষা ও সংস্কৃতির পরিমন্ডল রয়েছে। ভাষা ও সংস্কৃতির দিক থেকে এই উনিয়ন খুবই উন্নত। এখানকার প্রতিটি মানুয়ের মুখের ভাষা সাবলীল সুন্দর ও সংস্কৃতিমনা।